শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

প্রথমবার বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ: শুভেচ্ছায় সিক্ত টাইগার যুবারা

আবদুল মোমিন: | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২১ এএম

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠায় শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত টাইগার যুবারা। ইতিহাস গড়া জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনূর্ধ্ব-১৯ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ জয়ের জন্য যুবাদের উৎসাহ যুগিয়েছেন অনেকে।

 

পচেফস্ট্রুমে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। প্রতিপক্ষের বিরুদ্ধে ৬ উইকেটে জেতে বাংলাদেশ।

 

শুভেচ্ছা জানিয়ে মোহাম্মাদ আব্দুল ওয়াদুদ লিখেছেন, ‘‘অভিনন্দন মাহমুদুল হাছান জয়। কুমিল্লার বুড়িচং উপজেলার (উত্তরগ্রাম) গর্ব মাহমুদুল হাছান জয়ের অনুর্ধ-১৯ বিশ্বকাপে শতরানের মাইলফলক। তার এই শতরানের বিনিময়ে বাংলাদেশ পৌঁছে গেলো প্রথমবারের মতো সেই স্বপ্নের ফাইনালে। ফাইনাল ম্যাচের জন্য শুভ কামনা।’’

 

আনওয়ার জাহিদ লিখেছেন, ‘‘অভিনন্দন জুনিয়র টাইগার! ফাইনাল আরো রাঙিয়ে রাখবে সেই কামনা রইল।’’

 

জোসি মাহামুদ লিখেছেন, ‘‘একেকটা বাঘের বাচ্চা। বাংলাদেশের জাতীয় দল এদের সাথে পারবেনা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার কথা বিশ্বাস না হলে এদের সাথে ৩ ম্যাচের সিরিজ খেলানো হোক।’’

 

‘‘অভিনন্দন বাংলাদেশ যুব ক্রিকেট দল। চ্যাম্পিয়ন হতে এখন বাঁধা ভারত’’ লিখেছেন আনাস ভুইয়া।

 

মিজান লিখেছেন, ‘‘অনেক অনেক শুভকামনা রইলো তোমাদের জন্য। মহান রাব্বুল আলামীন বিজয়ী বীরের বেশে তোমাদের আপন আলয়ে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।’’

 

আহমেদ ফেরদাউস খান লিখেছেন, ‘‘বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, রাজ করেছে টাইগার যুবারা। আজকের খেলাকে দুর্দান্ত, অসাধারণ, দারুণ - এমন যত উপাধি থাকুক না।’’

 

মেহেদী হাসান লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে প্রথম বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠার জন্য। বাংলাদেশের এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ।যদিও দলের সেরা পেসারের ইঞ্জুরির কারনে দেশে ফেরত আসতে হয়েছে। তারপরো টিম ব্যালেন্সে কোন ঘাটতি নেই। ফাইনালে প্রতিপক্ষ সেই ভারত! ভারতের কাছে কয়েকটি ফাইনাল হারের তিক্ত অভিজ্ঞতা আছে। এবার কি পারবে! যুব টাইগাররা ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতে?’’

 

হাসান মাহমুদ লিখেছেন, ‘‘দারুণ আনন্দের খবর। উষ্ণ অভিনন্দন বাংলাদেশ দলকে। আশা করব বাঘের বাচ্চারা একদিন বাঘ হয়ে উঠবে, বড় হয়ে বেড়াল হয়ে যাবে না। ফাইনালে ভালো একটা লড়াই দেখব আশা রাখি।’’

 

নাদিম তানভীর লিখেছেন, ‘‘বাঘশাবকদের অভিনন্দন। ইন্ডিয়া কঠিন প্রতিপক্ষ.… তবে স্বপ্ন দেখতে মানা নেই। ইনশায়াল্লাহ জুনিয়র টাইগাররা ফাইনালেও ভালো খেলবে।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৭ পিএম says : 0
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সোনালী অধ‍্যায় রচিত হছে। যুবাদের হ্নয়দ নিংডানো অভিনন্দন ভালবাসা সুভেচছা। বাংলাদেশের টাইগারদের পকৃত পরিচয় বিশ্ব ক্রিকেট রনাঙ্গনে। সামনে ভারত এবার আমরা চ‍্যাম্পিয়ান হবো। শতভাগ আশাবাদী। এরাই আগামী বিশ্ব ক্রিকেট এর বাংলাদেশের সোনার সন্তান। এগিয়ে য়াও বাংলা মায়ের সবুজ সন্তানরা। লক্ষ কোটি ক্রিকেট প্রেমীর দোয়া আছে তোমাদের সাথেই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন