শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফরিদগঞ্জ পৌর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সভাপতি হারুন অর-রশিদ, সম্পাদক আমানত গাজী
ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদগঞ্জ পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র প্রার্থী হারুন-অর-রশিদকে সভাপতি ও সাবেক যুবদল নেতা আমানত গাজীকে সাধারণ সম্পাদক এবং মোখলেছুর রহমান ভুট্টোকে সাংগঠনিক সম্পাদক করে গত রোববার বিকালে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহাম্মদ মানিক ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন। অনুমোদন প্রাপ্ত কমিটির সহ-সভাপতি পদে ১২জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৪জন, সহ-সাধারণ সম্পাদক ৪জন, সহ-সাংগঠনিক সম্পাদক ২জন, ৫টি সাংগঠনিকপদ মোট ১০১ সদস্য বিশিষ্ট কমিটি জেলা বিএনপির আহ্বায়ক অনুমোদন দেন। নতুন কমিটির নেতৃবৃন্দকে ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহাম্মদ মানিক তা অনুমোদন করায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শরীফ মো. ইউনছু সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন