শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বোটসহ আবারো আটক ১২ ভারতীয় জেলে

মংলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বঙ্গোপসাগরের বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং বোটসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। গতকাল ভোরে মংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয়েছে এফবি সুদীপসহ বিভিন্ন প্রজাতির মাছ, জাল ও দড়ি। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এফবি সুদীপ নামে একটি ফিসিং বোট নিয়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশের পানিসীমায় ঢুকে মাছ ধরার সময় ওই এলাকায় টহলরত কোস্টগার্ড বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের মংলা থানায় স্থানান্তর করা হয়।

মংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের জেলহাজতে পাঠানোর হয়েছে। উল্লেখ্য, ৬৪ জন ভারতীয় জেলে কারাভোগ করে সম্প্রতি তাদের দেশে দেশে ফিরে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন