ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় নতুন করারোপ ছাড়ায়, ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪২০ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক। গত শনিবার বিকাল ৪টায় পৌর মিলনায়তনে সুধী সমাবেশে টানা দ্বিতীয়বারের মতো পৌর মেয়র এই বাজেট ঘোষণা করেন। বাজেটে নিজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৪ হাজার ১১৮ টাকা। এ ছাড়া বাকি অর্থ সরকারি অনুদান থেকে ব্যয় ধরা হয়েছে। বাজেট অধিবেশনে পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোতাহার হোসেন, ময়েজ উদ্দিন, হারাণ দত্ত, পৌর সচিব মাহাবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হিসাবরক্ষক জেবুন নেছা, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, এ ছাড়া পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। বাজেট অধিবেশনে পৌর মেয়র বলেন, মোট বাজেটের রাজস্ব আয় ৩ কোটি ৯০ লাখ ৪ হাজার ১১৮ টাকা, উন্নয়ন আয় ৩৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা, মোট ৪২ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৫১৪ টাকা ও প্রারম্ভিক স্থিতি ১ উপাংশ ৩৭লাখ ৫৬হাজার ৮৪২টাকা ও ২উপাংশ ৯২লাখ ৯২হাজার ৩০২টাকা, সর্বমোট ৪৩কোটি ৬৫লাখ ৪৬হাজার ৪২০টাকা যার মধ্যে কর্মচারীদের বেতন বাবদ খরচ হবে ১ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৯৪০ টাকা। এ ছাড়া বাকি অর্থ আর্থ-সামজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন