বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নাইক্ষ্যংছড়িতে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বান্দরবান : নাইক্ষ্যংছড়ির বাইশারী-ঈদগড় সড়কের করলিয়ামুরা নামক স্থানে রাবার ভর্তি কাভার্ড ভ্যান ছিনতাই ও চালককে মারধরের অভিযোগে অবশেষে সেই উপজাতী দুই পুলিশ সদস্য নায়েক শান্তি লাল চাকমা ও কনস্টেবল অনুপম চাকমাকে ঈদগড় ক্যাম্প থেকে প্রত্যাহার এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, তদন্ত পুর্বক উক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে এবং ক্যাম্প থেকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ আবুল হাসেম জানান, দুই পুলিশ সদস্য বিনা অনুমতিতে উক্ত স্থানে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে তিনি ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, তারা মদ পান করে চালককে মারধর করছিলো। ইতিমধ্যে তাদের প্রত্যাহার ও চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্স (আর আর এফ) এ ক্লোজড করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাইশারী ঈদগড় সড়কে রাবার ভর্তি কাভার্ড ভ্যান নিয়ে যাওয়ার সময় সাদা পোশাকে দুই পুলিশ সদস্য কাভার্ড ভ্যান চালক মো. হানিফ ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে মারধর এবং ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সে সময় চালক ও হেলপারের চিৎকারে লোকজন এগিয়ে এসে দুই পুলিশ সদস্য শান্তি লাল চাকমা ও অনুপম চাকমাকে আটক করে এবং ৪ লিটার বাংলা চোলাই মদ ও উদ্ধার করে জনতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন