কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা
যশোরের কেশবপুরে শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা স্কুল ছাত্র বিল্লাল হোসেনের (১৫) গলাকেটে হত্যা করেছে।পুলিশ খবর পেয়ে রবিবার সকালে উপজেলার ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের পিতা থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, উপজেলার ভান্ডারখোলা গ্রামের দিনমজুর রেজওয়ান সরদারের স্কুল পড়–য়া ছেলে বিল্লাল হোসেনকে শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। সে উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ড্রেস মেকিং এন্ড টেইলারিং শাখায় পড়ত । বিল্লাল হোসেনের বাবা রেজওয়ান সরদার জানান, পড়ার পাশাপাশি সে অবসর সময় মোটরভ্যান চালিয়ে লেখাপড়াসহ সংসারের খরচ চালাত। একই এলাকার আব্দুল মান্নানের ছেলে রানা শনিবার সন্ধার পর মোবাইল ফোনে বিল্লালকে ভান্ডারখোলা বাজারে আসতে বলে। রানা একই বিদ্যালয়ের বিল্লালের সহপাঠী বলে বিল্লালের পিতা জানান। হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট সামছুননাহার বলেন, বিল্লাল মেধাবি ছাত্র ছিল। কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ মাসুদুর রহমান বলেন, স্কুল ছাত্র বিল্লাল হোসেনের গলা কাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন