শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সৈয়দপুর-ঢাকা রুটে নেই বিশেষ ট্রেন ঈদে বেড়েছে কোচের সংখ্যা

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
উত্তরের বাণিজ্যিক শহর সৈয়দপুর থেকে ঢাকা রুটে এবারও ঈদে থাকছে না বিশেষ ট্রেন সার্ভিস। ভারত থেকে আমদানি করা লাল-সবুজের ২৭টি কোচের কারিগরী পরীক্ষা-নিরীক্ষা সৈয়দপুর রেলওয়ে কারখানায় সম্পন্ন করা হয়। এখানকার মানুষের আশা ছিল লাল-সবুজের এই কোচ দিয়ে ঈদুল ফিতরে বিশেষ ট্রেন দেয়া হবে। কিšুÍ পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ হতাশ করেছেন এই জনপদের মানুষকে। লাল-সবুজের কোচে দেয়া হয়েছে রাজশাহী-ঢাকা রুটে। তবে ঈদ উপলক্ষে সৈয়দপুর-ঢাকা ট্রেন বহরে যুক্ত করা হয়েছে অতিরিক্ত কোচ। সূত্র জানায়, রাজশাহী ও খুলনা রুটে চলাচলকারী ট্রেনে কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন আগামি ৩ জুলাই ঈদের পূর্বদিন পর্যন্ত এবং ঈদের পরের ২য় দিন থেকে ৭দিন পর্যন্ত উভয় দিক থেকে চলাচল করবে। এতে করে ঘরমুখো অতিরিক্ত ৩০ হাজার যাত্রী যাতায়াত করার সুবিধা পাবেন। ঈদ উপলক্ষে ঢাকা রুটে সড়ক ও আকাশপথে যাত্রী পরিবহন করতে দূরপাল্লার কোচ ও বিমানের ফ্লাইট বৃদ্ধি করেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। অথচ এই রুটে বিশেষ ট্রেন চালু না করে কোচের সংখ্যা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রেলওয়ের স্থানীয় নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা। তারা একে রেলওয়ের বিমাতাসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন। এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, সৈয়দপুর থেকে স্পেশাল ট্রেন সার্ভিস না থাকলেও ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সঙ্গে কোচ সংখ্যা বাড়ানো হয়েছে। গত ৩০ জুন থেকে ট্রেনগুলো বাড়তি কোচ নিয়ে যাতায়াত শুরু করেছে। এতে করে যাত্রী ধারণ ক্ষমতা কয়েক হাজারে উন্নীত হবে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সৈয়দপুর-ঢাকা রুটে রাত্রীকালীন একটি মাত্র আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস চলাচল করছে। গুরুত্বপূর্ণ এই রুটে দিবাকালে কোন ট্রেন চালু করা হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন