শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গোহারুয়া-বিরাহিমপুর সড়কে খানাখন্দ দুই কিলোমিটারের ৫ কালভার্টের ২টি বিপজ্জনক

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৩৯ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০১৬

নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণাঞ্চলের গোহারুয়া-বিরাহিমপুর ভায়া নিশ্চিন্তপুর সড়কটির বেহাল দশা বিরাজ করছে। গোহারুয়া হাসপাতালের পূর্ব পার্শ্ব থেকে দক্ষিণ দিকে নিশ্চিন্তপুর হয়ে বিরাহিমপুর বাজার পর্যন্ত প্রায় ২কিলোমিটার সড়কের উপর নির্মিত ৫টি কালভার্টেরও ভগ্নদশা বিরাজ করছে। তারমধ্যে ২টি কালভার্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে। সড়কটির বিভিন্নস্থানে কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়ে যানচলাচলে তীব্র ব্যাঘাত ঘটছে। সড়কটির বেহাল দশায় সড়কটির অস্তিত্বই বিলীন হবার পথে রয়েছে। এই সড়কটি দিয়ে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসীকে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘদিন থেকে সড়কটি ও কালভার্টগুলোর বেহালদশা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে কোন নজরদারি নেই বলে স্থানীয় এলাকাবাসী জানান। সড়ক ও কালভার্টগুলোর বেহাল দশায় যে কোন সময় দুর্ঘটনায় পড়তে পারেন স্কুল ও কলেজ শিক্ষার্থীরা। বিশেষ করে দামুরপাড় হাজী ছিদ্দিকুর রহমানের বাড়ি সংলগ্ন কালভার্টটি একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেন, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অতিদ্রুত সড়কটির প্রাক্কলন ব্যয় তৈরি করে এল জি ই ডি প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন