শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বালিয়াকান্দিতে পৃথক অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

বালিয়াকান্দি(রাজবাড়ী)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৯:১৫ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নবাবপুর, জঙ্গল ও জামালপুর ইউনিয়নে অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামের সন্তোষ সাহার বাড়ীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে ১টি দোকান ঘর ও খড়গাদা পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকা, বিকালে উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের ইমান আলীর বাড়ীর রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্র হয়ে ১টি টিনের ঘর, ২টি রান্না ঘরসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা ও বিকাল ৪ টার দিকে জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামের আনোয়ার হোসেনের বাড়ী বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে ১টি টিনের ঘরসহ মালামাল পুড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন