শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ নারী আটক

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

গত শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ নারী বাস যাত্রী বেবী বেগম (৪৫) আটক করেছে পুলিশ। এ সময় নারী বাস যাত্রীর কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটক বেবী বেগম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন মেদনীপুর গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের মেয়ে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর নিহাজ জুট মিলস্ লিমিটেডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলরত রয়েল পরিবহন একটি গাড়িতে যাত্রীবাহী বাসটি তল্লাশি কালে ২৫ বোতল ফেন্সিডিলসহ নারী বাস যাত্রীকে আটক করা হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ ভূঁইয়া জানান, ফেন্সিডিলসহ নারী বাস যাত্রীকে আটক করে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন