বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খেলাফত মজলিসের নেতা শেখ গোলাম আসগরের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মরহুম আলহাজ শেখ গোলাম আসগরের নামাজে জানাজা শেষে গতকাল শনিবার নগরীর আজিমপুর কবরাস্থানে তার লাশ দাফন করা হয়েছে। বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের নামাজে জানাজার ইমামতি করেন দলের আমীর মাওলানা মো. ইসহাক। মরহুমের নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
যেসব নেতৃবৃন্দ মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, পীর সাহেব চরমোনাই’র রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন,ইসলামী আন্দোলনের নেতা ইমতিয়াজ আলম ও মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মহানগর সভাপতি মাওলানা জালাল উদ্দিন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামী ঐক্যজোট (রকীব) এর চেয়ারম্যান মাওলানা আব্দুর রকীব অ্যাডভোকেট, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম, ডেমোক্রেটিক লীগের সভাপতি মনির, মাওলানা ফজলুল করীম, মাওলানা শোয়াইব আহমদ, মুফতী ফয়জুল্লাহ, ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আলতাফ হোসেন, মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মুফতী তৈয়্যব,
ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, জাতীয় ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদের সদস্য সচিব মাওলানা দ্বীন মোহাম্মদ কাসেমী, লেবার পার্টি (একাংশের) চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মো. নূরুজ্জামান, সেগুনবাগিচা জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী, মাওলানা আহমদ আলী কাসেমী, বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, মাওলানা এনামুল হক মূসা ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন