শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরায় এক ব্যবসায়ীর বাড়িতে হাতে লেখা চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে তিন ভাইকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের মনিরুজ্জামান তুহিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে এই চিঠি পৌঁছে দেয়া হয়। তুহিন ব্রহ্মরাজপুর বড়খামার গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে। তুহিন ব্রহ্মরাজপুর বাজারের গাজী মার্কেটের দ্বিতীয় তলায় বসবাস করেন। সোমবার ভোর রাতের কোন এক সময়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠে দরজার গ্রিলের মুখে দুর্বত্তরা একটি সাদা খামের মধ্যে এক টুকরা সাদা কাপড় ও হাতে লেখা একটি চিঠি রেখে যায়। সকালে তুহিনের স্ত্রী সেলিনা আক্তার মিষ্টি ঘরের দরজা খুলেই এটি দেখতে পান। চিঠিতে লেখা হুবুহু বক্তব্য তুলে ধরা হলো, ‘পৌঁছে দিবো শেষ ঠিকানায়, সময় তোর শেষ, নাস্তিকের বাচ্চা, নাস্তিকের দল, পুলিশের দালালি করিস, ২০০৮ সালে ৩০ ডিসেম্বর তুই পতাকা উড়ায়ে বলেছিলি আজ সাতক্ষীরা স্বাধীন হয়েছে, ৫ জানুয়ারি তোরা সবাই ভোট দিছিস উপজেলা নির্বাচনে বাবুর পক্ষে, ঘর দিছিস (নির্বাচনী প্রচারণা করার জন্য), মানুষের নামে মামলা দিছিস, তোদের দিন শেষ তোদের মৃত্যু ঘোষণা করলাম। চিঠির শেষাংশে তুহিন মিঠু ও বাবু (তিন ভাই)-এর নামের উপর ক্রস চিহ্ন দেয়া’। এ ঘটনায় মনিরুজ্জামান তুহিন বাদী হয়ে সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে কারা এই চিঠি পাঠিয়েছে খামের মধ্যে কোন নাম ঠিকানা পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন