শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লুৎফুননেসার চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিষ্ণুপুর গ্রামের দরিদ্র মো. আবদুল মোতালেবের স্ত্রী লুৎফুননেসা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই-পা প্যারালাইসেস হয়ে ঘরে পড়ে আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দীর্ঘদিন স্ত্রীর চিকিৎসা চালাতে গিয়ে ধার-দেনা করে সহায়-সম্বল শেষ করে এখন নিঃস্ব প্রায়। চিকিৎসকরা জানান, তার উন্নত চিকিৎসা জরুরি। এতে প্রায় ৫/৬ লাখ টাকার প্রয়োজন।
দরিদ্র মো. আবদুল মোতালেবের পক্ষে সন্তানদের লেখাপড়ার খরচ, ভরণ-পোষণসহ স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তার পরিবারের এমন কোনো অবস্থা নেই যা দিয়ে স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করা যায়। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, হৃদয়বান, বিত্তবান, দয়াবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে স্ত্রীর চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. আবদুল মোতালেব
হিসাব নং ১২১৯, জনতা ব্যাংক লি.
পানাম শাখা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
মোবাইল-০১৭২০৯৮৩২৭৭ (বিকাশ)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন