ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
পথশিশুদের হৃদয় ভরে উঠুক, পবিত্র ঈদের আনন্দে নতুন জামায় ঢেকে যাক দুঃখ-কষ্টের ঘন ছায়াÑ এ প্রতিপাদ্য সামনে রেখে অঙ্কুর সংগঠন থেকে গত রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের মাঝে নতুন জামাকাপড় বিতরণ করা হয়েছে। জামাকাপড় বিতরণের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অঙ্কুর সংগঠনের অন্যতম সদস্য ধামরাই পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন। এ সময় উপস্থিত ছিলেন অঙ্কুর সংগঠনের সদস্য ধামরাই নিউজ ২৪ডট কম-এর প্রকাশক মাসুদ সরদার ও নাজমুল হাসান সুমন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক দুলাল সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর ছাত্রলীগের সাইদুর রহমান স্বপন, অঙ্কুরের সভাপতি মঞ্জুরুল হক রনি ও সাধারণ সম্পাদক ইমরান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন