সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের সখিপুরে ঈদে চাঁদা না দেওয়ায় সখিপুর উপজেলার তক্তারচালা নতুন বাজারে শরিফ ডেন্টালের মালিক শফিকুল ইসলাম শরিফ (৩০) সন্ত্রাসী কর্র্তৃক হামলার শিকার হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিফ ডেন্টাল ক্লিনিকের মালিক শফিকুল ইসলাম শরিফ প্রতিদিনের মতো যথারীতি তার ক্লিনিকে কাজ করছিল। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার সময় রিপন (৩২) পিতা হেলাল উদ্দিন, মিজানুর রহমান মজনুু (৫০) পিতা স্বদেশ ডিলার উভয়ই সখিপুরের ঘেচুয়া গ্রামের বাসিন্দা। তারা ক্লিনিকে এসে শরিফের নিকট ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা করে মাথা সহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম করে। ফলে সে মারাতœক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা ক্যাশ বাক্স থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম শরিফকে মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা আ.লীগ নেতা হওয়ায় থানা মামলা নেয়নি বলে গুরুতর আহত শরিফ জানায়। হামলার শিকার হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল ইসলাম শরিফ বলেন,সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ তার নিকট চাঁদা দাবি করে আসছিল, তাদের বিরুদ্ধে কোর্টে একটি মামলাও করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন