শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঋণ পুনঃতফসিলের আওতায় ৯ হাজার ১৯৮টি আবেদনের নিষ্পত্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০১ পিএম

বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনঃতফসিলের শিথিল নীতিমালার আওতায় ৯ হাজার ১৯৮টি আবেদনের নিষ্পত্তি হয়। যাতে ১৮ হাজার ৪০ কোটি ৫৮ লাখ টাকার ঋণ পুণঃতফসিল করা হয়েছে। ব্যাংক প্রধানরা বলছেন, এতে খেলাপি ঋণ কমে আসবে।

ব্যাংকিং খাতে খেলাপী ঋণ কমিয়ে আনতে গত বছরের ১৬ মে ২ শতাংশ ডাউন পেমেন্টের মাধ্যমে খেলাপী ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। নানা মহলের সমালোচনার পর আদালতের নির্দেশে এ সুবিধা কিছুদিন স্থগিত থাকলেও পরে তা আবারও বলবত হয় ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, চলতি বছরের ১২ ফেব্রæয়ারি পর্যন্ত এ নীতিমালার আওতায় ৯ হাজার ১৯৮টি আবেদনের নিষ্পত্তির মাধ্যমে ১৮ হাজার ৪০ কোটি ৫৮ লাখ টাকার ঋণ পুণঃতফসিল করা হয়েছে। ডাউন পেমেন্ট হিসাবে আদায় হয়েছে ৫শ’ ২ কোটি ৭০ লাখ টাকা। তবে এ থেকে ব্যাংকগুলো সুদ হারিয়েছে ৮ হাজার ১৮৪ কোটি টাকা।

অগ্রণী ব্যাংক লিমিডেটের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এই শিথিল নীতিমালার মাধ্যমে ইচ্ছাকৃত নয় বরং এমন অনেক গ্রাহকরা তাদের ঋণ পুণঃতফসিল করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০১৯ সালে মোট ৫০ হাজার ১৮৬ কোটি টাকার ঋণ পুণঃতফসিল হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন