সিটি কর্পোরেশন এলাকায় মিনি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে সহযোগিতা করবে ডেনমার্ক সরকার। গতকাল (সোমবার) চসিক কার্যালয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাতকালে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন একথা বলেন।
রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে চসিক মেয়র বলেন, বাংলাদেশের স্বাধীনতাত্তোর সময়ে ডেনমার্ক সরকার এদেশের উন্নয়নে সরাসরি অংশ নিয়েছে। ডেনমার্ক বাষ্ট্রদূতের মাধ্যমে সেই দেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান মেয়র। এ সময় উপস্থিত ছিলেন ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জেকব কাহল জেপসেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা প্রমুখ।
রোগ নির্ণয়ে জাপানের সহযোগিতা
জাপান টি-আইসিইউ কোম্পানীর তিন সদস্যের প্রতিনিধিদল গতকাল মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল নগরবাসীর সঠিক রোগ নিণর্য়ে সহযোগিতার আশ্বাস দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন