গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের জমিজমা সংক্রান্ত্র বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল ওদুদ খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত ও ৪ জন আহত হয়েছেন। গত শুক্রবার মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ৩ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুর থানার ওসি (তদন্ত ) জাফর মিয়া জানান, পৈত্রিক জমি ভাগ বাটোয়ারা নিয়ে ওই গ্রামের আব্দুল ওদুদ খানের সঙ্গে তার ভাই আবু বক্কার খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে আব্দুল ওদুদ খান তার ছেলেদের নিয়ে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরতে গেলে আবু বক্কর খান এবং তার ছেলেরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আব্দুল ওদুদ, তার ছেলে কায়ূম খান (২৯), আব্দুল কাদের খান জিলানী (১৯) ও আব্দুল আলীম খান আহত হন। সংকটজনক অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আব্দুল ওদুদ খান মারা যান। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদের আগের দিন বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের চেচনিয়াকান্দি এলাকা থেকে এ পুলিশ লাশটি উদ্ধার করে। দুর্বৃত্তরা কিছু দিন আগে ওই নারীকে হত্যা করে এ স্থানে লাশ ফেলে যায় বলে পুলিশ ধারণা করছে। গোপালগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা জানান, বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়রা চেচানিয়াকান্দি ব্রিজের কাজে একটি লাশ দেখে পুলিশকে জানান। পুলিশ রাতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন