রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
রূপগঞ্জে মেঘনা ফেব্রিক্স নামে একটি পোশাক কারখানায় গ্যাসের পাইপ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ৫ জন নিরাপত্তা প্রহরী আহত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার মঙ্গলখালী এলাকার মেঘনা ফেব্রিক্স নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সুমন মিয়া, সুমন হোসেন, সিরাজুল ইসলাম, লিটন মিয়া, রনি মিয়া। আহতদের গুরুতর আবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন জানান, মেঘনা ফেব্রিক্সে প্রায় শতাধিক শ্রমিক কাজ করে। ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় কারখানায় কোন শ্রমিক ছিল না। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কারখানার গ্যাসের পাইপ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কারখানার নীচ তলার দুই দিকের ওয়াল ভেঙ্গে গুঁড়িয়ে গিয়ে আগুন ধরে যায়। এসময় আগুনের লেলিহান শিখা বেড়ে উঠে। বিস্ফোরণে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা ওই ৫ নিরাপত্তা প্রহরি আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় কাঞ্চন ফায়ার সাভির্সের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে কারখানা সূত্র জানায়, গ্যাসের আরএমএস রুমের পাশে নিরাপত্তা প্রহরীরা ধূমপান করছিলেন। সিগারেটের আগুন থেকেই গ্যাসের পাইপ বিস্ফোরণ হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন