শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গোপালগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমাম হোসেন কদরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে খুলনা জেলার দীঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে গোপালগঞ্জের কাশিয়ানী থানার এসআই মো. আমিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ইমাম হোসেন কদর কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সড়ইকান্দি গ্রামের ফোকার উদ্দিনের ছেলে। কাশিয়ানী থানার এসআই মো. আমিনুর রহমান জানান, ইমাম হোসেন ২০০৬ সালের ২৬ জানুয়ারি ফরিদপুর জেলার চরভদ্রাসনের এক তরুণীকে অপহরণের পর ধর্ষণ করে। পরে ২৮ জানুয়ারি ওই তরুণীর পিতা বাদী হয়ে চরভদ্রাসন থানায় ইমাম হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গত বছরের ২২ ডিসেম্বর ওই আসামিকে ১৪ বছরের সশ্রম কারদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার আগে থেকেই আসামি ইমাম পলাতক ছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন