সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে আত্মহত্যার চেষ্টাকালে সোহাগ আলী (২৫) নামে এক যুবককে গতকাল ববার সকালে (১০ জুলাই) আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। আটক সোহাগ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাটের আতাউর রহমানের পুত্র। পুলিশ জানায়, সৈয়দপুর শহরের কয়া গোলাহাট ডাঙ্গাপাড়ায় সোহাগের শ্বশুরবাড়ি। নিজের প্রেমঘটিত কারণে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে দ্বন্দ্ব হয়। আর এ কারণে সে আত্মহত্যার চেষ্টা চালায়। এলাকার লোকজন বিষয়টি আঁচ করতে পেয়ে সোহাগকে আটক করে থানায় খবর দেয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সোহাগকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিলা চোর আটক
সৈয়দপুর থানা পুলিশ উম্মে জাহান বীথি (২৮) নামে এক মহিলা চোরকে আটক করেছে। আটক মহিলা চোর বীথি দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকার রোস্তম পাড়ার আরিফুল ইসলাম আরিফের স্ত্রী। থানা সূত্র মতে, দীর্ঘ ৬ মাস থেকে বীথি সৈয়দপুরসহ আশপাশের শহরের বাসাবাড়িতে চুরি করে আসছে। সে প্রথমত বাসায় ঢুকে পড়ে। এ সময় বাসার লোকজন তাকে দেখতে পেলে সে সুকৌশলে বাসার লোকজনের কাছে পানি পান করার কথা জানায়। এর ফাঁকে সুযোগ পেলেই বাসার দামি জিনিসপত্র, মোবাইল, ল্যাপটপ চুরি করে তার কাছে থাকা বড় ভ্যানিটি ব্যাগে পুড়ে চম্পট দেয়। গতকাল রোববার সকালে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার ব্যবসায়ী হামিদুল হক বাচ্চুর বাসায় চুরি করার উদ্দেশ্যে ঢুকে পড়ে মহিলা চোর বীথি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন