কুমিল্লা উত্তর সংবাদদাতা
সকালে কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলা বিএনপি ও তার অঙ্গদলগুলোর উদ্যোগে আয়োজিত দলীয় কার্যালয়ে গত শনিবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক কৃষিমন্ত্রী এমকে আনোয়ার। হোমনা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, হোমনা উপজেলা বিএনপির সেক্রেটারী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা ও তিতাস উপজেলা বিএনপির সেক্রেটারী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক মো. সানাউল্লা সরকার, তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি ভূইয়া ও তিতাস যুবদল সাংগঠনিক সম্পাদক কাজি কবির হোসেন সেন্টু প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হোমনা ও তিতাসের নেতাকর্মী, সমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিতি দেখা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন