টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা
সৈকতে গোসল করতে নেমে ৩ কিশোর সাগরে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার বিকাল সাড়ে ৫টার সময় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া সৈকতে এ ঘটনা ঘটে। ভেসে যাওয়া ৩ জনের মধ্যে ২ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধর করা গেলেও রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ ১ জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কিশোর টেকনাফ সদর গোদার বিল আনাস বিন মালেক মাদরাসার ছাত্র আরিফুর রহমান (১৭)। নিখোঁজ ছাত্র আবদুল করিম সওদাগর ও মৃত আনোয়ারা বেগমের পুত্র এবং গ্রামের বাড়ি টেকনাফ ডেইল পাড়ায় বলে জানা গেছে। উদ্ধার করা অপর ২ জনকে টেকনাফ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের ফোর্স ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। জানা যায়, ঈদের খুশীতে একদল কিশোর মহেশখালিয়াপাড়া সৈকতে ফুটবল খেলার একপর্যায়ে সাগরে গোসল করতে নেমে পড়ে। পানির টানে দূরে চলে যায়। তন্মধ্যে ২ জনকে উদ্ধার করা হলেও ১ জন নিখোঁঁজ রয়েছে। উল্লেখ্য, নিখোঁজ কিশোর টেকনাফ সদর গোদার বিল আনাস বিন মালেক মাদরাসার ছাত্র আরিফুর রহমান (১৭) টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে কর্মরত সিএ ছৈয়দ হোসেন মামুনের ভাগিনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন