শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আড়াইহাজারে বিয়ে বাড়িতে হামলা লুট, মহিলাসহ আহত ৪

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে তুচ্ছ ঘটনা নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে  নারীসহ  অন্তত  ৪ জনকে আহত করা হয়েছে। শনিবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামে এই ঘটনা ঘটে। হামলার সময় লুট করা হয়েছে একটি দোকান। জানা গেছে, গত শনিবার দিন ছিল চম্পকনগর গ্রামের বাবুলের ছেলে আলাউদ্দিনের বিয়ে। ওই দিন বিকালে পার্শ্ববর্তী তাতুয়াকান্দা থেকে বিয়ে শেষে নববধূসহ গাড়ি নিয়ে বাড়ির নিকটে আসলে বরযাত্রীর গাড়িবহরে থাকা যাত্রীদের সাথে বিপরীত দিক থেকে আসা রিকশা যাত্রী দুদু মিয়ার তর্ক হয়। তর্কের এক পর্যায়ে দুদু মিয়া তার বাড়িতে জানালে  রাত ৯টায়  দুদু মিয়াসহ ২০/২৫ জন লোক বিয়ে বাড়িতে হামলা চালায়। হামলায় সোলায়মান (৩৫), আছমা (২৫), ফাতেমা (২৮) ও লোকমান (৩৮)। এদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এই ব্যাপারে আঃ আউয়াল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন