যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবস্থা ক্রমান্বয়ে ভয়াবহ আকার ধারণ করছে। এমতাবস্থায় সেখানকার সাধারণ মানুষগুলো নিজ মাতৃভূমি সিরিয়া ছেড়ে অন্যত্র আশ্রয়ের জন্য মরিয়া চেষ্টা করছেন। লক্ষ লক্ষ লোক তুরস্কে আশ্রয় নিয়েছে। এছাড়া অনেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। ইউরোপের দেশ গ্রিসের উপকূলে নৌকা দিয়ে পৌঁছলে সেখানকার উপকূলরক্ষীরা রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এসব শরণার্থীকে আবারো সাগরে ফিরিয়ে দিচ্ছেন।
সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর এক সদস্য রড, লাঠি দিয়ে আটকাচ্ছে সিরিয়ান শরণার্থীদের। নৌকায় চেপে সিরিয়ার অনেক শরণার্থীরাই তুরস্ক হয়ে এখন জলপথে গ্রিসের ভূ-খন্ডে ঢুকতে চাইছেন। তা আটকাতেই এখন উঠে পড়ে লেগেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী।
সিরিয়ার হাজার হাজার অসহায় শরণার্থীরা দেশ ছেড়ে অন্যত্র পালাতে এখন ব্যস্ত। কিন্তু পালাবেন কোথায়? কে দেবে তাদের আশ্রয়। এই প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই। নদী, সমুদ্র পেরিয়ে অনেকেই পাশের দেশ তুরস্ক এমনকী, গ্রিসেও পালাচ্ছে। কিছু মানুষ এই কাজে সফল হয়েছেন। কিন্তু বাকিদের কী অবস্থা কী হচ্ছে। তা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে।
সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে হাজার হাজার শরণার্থী ইউরোপে আশ্রয়ের আশায় তুরস্ক পেরিয়ে গ্রিসে ঢুকছে। তুরস্ক নিকটবর্তী গ্রিকের দ্বীপপুঞ্জে এখনও আটকে কমপক্ষে ৩৫,০০০ শরণার্থী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন