শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লেবুখালী ফেরিঘাটে অসহনীয় যানজট

মো. জাকির হোসেন, পটুয়াখালী থেকে | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

গতকাল শুক্রবার সকাল থেকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার বন্ধের দিন থাকায় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আসা পর্যটকদের পটুয়াখালী লেবুখালী ফেরিঘাটের বরিশাল প্রান্তে ভোগান্তি পোহাতে হচ্ছে।
পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটের দুটি ঘাটে চারটি ফেরি থাকলেও একটি ফেরি বিকল হওয়ায় শুক্রবার এ যানবাহনের দীর্ঘ লাইন পর্যটকদেরসহ এ রুটে চলাচলকারী অন্য যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁডিয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী ফেরি বিভাগের এসও তাজুল ইসলাম জানান, একটি ফেরি বিকল থাকায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে, বিকল ফেরির ইঞ্জিনের কাজ চলছে, কাজ শেষে ফেরি চালু হলে যানজট থাকবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন