সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন দুবাই প্রবাসীর শারিরিক অবস্থা রয়েছে এখন স্থিতিশীল।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই যুবকের রক্তের সেম্পল টেস্টের জন্য গতকাল ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট রোববার হাতে পৌঁছলে করোনা উপস্থিতি কিনা তা চ‚ড়ান্ত হবে। তিনি আরো বলেন, বর্তমানে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাকে সাধারণ চিকিৎসা দেয়া হচ্ছে।
তার শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি রয়েছে। কেবিনে কাউকে থাকতে দেয়া না হলেও সার্বক্ষনিক তার খেয়াল রাখছেন চিকিৎসক ও নার্সরা। উল্লেখ্য, গত বুধবার রাতে অসুস্থ অবস্থায় সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে জাকারিয়াকে (৩২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যান স্বজনরা। পরে সেখানে করোনাভাইরাস সন্দেহ হলে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয় জাকারিয়াকে।
মন্তব্য করুন