ঢাকার কেরানীগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জহিরুল ইসলাম (২০)।
গতকাল দুপুর ১২টায় জিনজিরা পী এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জিনজিরা পী এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামন টিটু প্রমুখ।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) অফিসের নাজির রাজিব দত্ত জানান, জিনজিরা পী এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে জহিরুল ইসলাম প্রতিদিন বিভিন্ন অশালীন ভাষা প্রয়োগসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ওই ছাত্রী ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক ও তার অভিভাবককে জানায়। পরে স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান ঘটনাটি কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলকে অভিহিত করেন।
অভিযোগের সূত্র ধরে জিনজিরা পী এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই ছাত্রীকে ইভটিজিং করার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। পরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলামের বাবার নাম মো. নুরুল হক হাওলাদার। সে কালিন্দী ইউনিয়নের ভাগনার মন্দিরের গলি এলাকায় ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাসপুর গ্রামে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, স্কুল-কলেজের সামনে বখাটেরা কোন ছাত্রীকে ইভটিজিং করলে তাদেরকে আইনের মাধ্যমে সাজা দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন