বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে চাপাতি ও মদসহ যুবলীগ নেতা গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৭:০৭ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে চাপাতি ও মদসহ পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. বিপ্লবকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়েরের পর রবিবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতা পৌর এলাকার ধানাটা (কাঠিয়ারবাড়ি) গ্রামের মো. দুলালের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯.৩০টার দিকে নায়েক সুবেদার মির্জা রাশেদুল আলমের নেতৃত্বে র‌্যাব-১৪ ধানাটা (কাঠিয়ারবাড়ি) এলাকায় অভিযান চালায়। এ সময় মো. দুলালের ছেলে মো. বিপ্লবকে এক লিটার মদ ও একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে র‌্যাব।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত বিপ্লবকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর জহুরুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত বিপ্লব ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।’ বিষয়টি আংশিক অস্বীকার করে পৌর যুবলীগ সভাপতি সুরুজ্জামান সুরুজ বলেন, ‘বিপ্লব কিছুদিন আগে এ পদে ছিল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন