শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নাটোর সদর হাসপাতালে ল্যাপরোস্কপিক সার্জারি চালু

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০১ এএম

মুজিববর্ষে চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নাটোর আধুনিক সদর হাসপাতালে পিত্তথলির পাথর অপসারণে ল্যাপরোস্কপিক সার্জারি চালু করা হয়েছে। গত শনিবার ঐতিহাসিক ৭ মার্চকে স্মরণীয় করে রাখতে এই সেবা চালু করা হয়। প্রতিমাসে একদিন করে এই সেবা নিয়মিত চালু থাকবে।
প্রথমদিনে ববিতা এবং শামসুন্নাহার নামে দু’জন গৃহবধূর পিত্তথলি থেকে ল্যাপরোস্কপিক সার্জারির মাধ্যমে পিত্তথলির পাথর সফলতার সাথে অপসারণ করা হয়। পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট একদল বিশেষজ্ঞ চিকিৎসক। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুল হক এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি থেকে নাটোর সদর হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকা আল্ট্রাসনোগ্রাফি কার্যক্রম চালু করা হয়। হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুল হক বলেন, ল্যাপরোস্কপিক মেশিনটি হাসপাতালে ব্যবহার হচ্ছিল না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন