কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কোটালীপাড়ায় প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার পায়ের রগ কর্তন করেছে ব্যর্থ প্রেমিক নাহিদ হাওলাদার। গতকাল সোমবার সকালে উপজেলার গোপালপুর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। সে উপজেলার গোপালপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে। জানা গেছে, বহলতলী গ্রামের আইরিন জামানের সাথে কিছুদিন আগে গোপালগঞ্জের মাহমুদুর রহমান (উজ্জ্বল)-এর বিয়ে হয়। গতকাল সোমবার সকালে আইরিন বাবার বাড়ি থেকে স্বামীকে নিয়ে গোপালগঞ্জে শ্বশুর বাড়ী যাওয়ার উদ্দেশে গোপালপুর ব্রীজের কাছে অটো রিকশায় উঠতে গেলে নাহিদ হঠাৎ করে এসে আইরিনের পায়ে আঘাত করে। আহত আইরিনকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইরিনের স্বামী মাহমুদুর রহমান বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ করেছেন। কোটালীপাড়া থানার ওসি জানান, প্রাথমিকভাবে আইরিনের সাথে নাহিদের প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নাহিদকে গ্রেফতারের চেষ্টা করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন