শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শ্যামনগরে সøুইস গেট ভেঙে লোকালয়ে লোনা পানি

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি সøুইস গেটের আংশিক ভেঙে প্রবল বেগে লোনা পানি ঢুকছে লোকালয়ে। মুন্সিগঞ্জ ইউনিয়নে সুন্দরবন সংলগ্ন হরিনগর বাজারের ফুলমালঞ্চ নদীর উপর এ সøুইস গেট নির্মাণ করা হয়েছে গত শতকের ষাটের দশকে। সম্প্রতি একটি পাটাতন ভেঙে গেছে। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, এ পর্যন্ত অন্তত দেড়শ’ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সøুইস গেটটি সংস্কার করা না হলে সম্পূর্ণ ভেঙে যাবে এবং পুরো শ্যামনগর উপজেলা ক্ষতিগ্রস্ত হবে। ওই ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক একবার ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। বর্তমানে যেভাবে প্রবল বেগে পানি ঢুকেছে তাতে বড় ধরনের দুর্ঘটনা শুধু সময়ের ব্যাপার। এলাকার মানুষকে নিয়ে তিনি একটি কাঠের বাঁধ তৈরি করেছেন জানিয়ে বলেন, তাতে আদৌ কোনো লাভ হবে কি না জানা নেই। হরিণগর এলাকার দেবদাস ম-ল বলেন, গেটের ভাঙনটি দেড় মাসাধিক আগের। বিষয়টি এলাকার মানুষ বারবার প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে জানিয়েছে। এখনকার ভাঙনে পানির প্রবল তোড়ে দেড়শ’র বেশি পরিবারের সম্পদ নদীতে ভেসে গেছে। হরিনগর বাজারের মৎস্য ব্যবসায়ী অসিত কুমার মল্লিক বলেন, সøুইস গেটটির উপর দিয়ে প্রতিদিন ট্রাক, ভ্যান, সাইকেল, পিকআপসহ নানা যানবাহন ও শত শত মানুষ যাতায়াত করে। গেটটির পূর্বপাড়ের রেলিংটিও ভেঙে পড়েছে। অথচ পানি উন্নয়ন বোর্ড একেবারেই নির্বাকার ও নির্লিপ্ত। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মঞ্জুর আলম বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) না পারলে স্থানীয় সরকার বিভাগের কাছে ছেড়ে দিক। কিন্তু এভাবে ঝুঁকির মধ্যে এলাকার মানুষকে রাখা কখনও উচিত নয়। তিনি নিজেও বারবার পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছেন; তারপরও তারা নির্লিপ্ত, বলেন ইউএনও। স্থানীয় বিকাশ ম-ল, কনিকা রাণী ম-ল, কানাইলাল ম-লসহ ভুক্তভোগী অনেকেই বলেন, সাগরের পানির চাপে ফুলমালঞ্চ নদীর পানি যেভাবে ঢুকছে তাতে যেকোনো মুহূর্তে গোটা শ্যামনগর উপজেলা প্লাবিত হতে পারে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের এসও নিখিল বাবু বলেন, গেটটি সংস্কারের জন্য ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন