পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
পীরগঞ্জে মাদকবিরোধী সচেতন নাগরিকের উদ্যোগে মাদক পাচার ও সরবরাহকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা সদরের প্রদান সড়ক সংলগ্ন প্রেসক্লাবের সমনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান খলিল, সম্পাদক কামরুল হাসান জুয়েল, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু, সাংবাদিক হাসান আলী প্রধান, প্রস্তাবিত পৌর যুবলীগের সভাপতি শফিকুর রগমান রিংকু, ইয়াছিন আলী ধলু প্রমুখ। বক্তারা উপজেলা মাদক সরবরাহকারী, মাদক সেবী ও বিক্রয়কারী এবং সহযোগীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোরহস্তে এসব বন্ধে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর ৩ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন