শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কেও শনাক্ত হলো করোনাভাইরাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ৩:২৮ পিএম

ইউরোপের প্রবেশদ্বার তুরস্কে এবার প্রথমবারের মতো ইউরোপ ফেরত একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সকালে রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা বলেন, প্যাথলজি পরীক্ষায় এক রোগীর দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। ওই ব্যক্তিকে আইসোলেশনে রেখে সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তিটি ইউরোপ থেকে ফিরে আসার পরে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পুরোপুরি আইসোলেশনে (বিচ্ছিন্ন) রয়েছেন। রোগীর সাধারণ অবস্থা ভালো। তবে তার পরিবারের সদস্যরা এবং যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এসময় তিনি দেশের নাগরিকদের বিদেশ সফর থেকে বিরত থাকারও আহ্বান জানান।

ইউরোপ ও পশ্চিম এশিয়ার দেশগুলোতে যেতে ইচ্ছুক পর্যটকরা তুরস্কে ভিড় জমিয়ে থাকেন। গত বছরও এখান থেকে ৫ কোটি মানুষ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ সফর করেছে। সূত্র: দ্য হিন্দু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন