সোমের কৌমুদী
অচল মুদ্রা
জাদুঘরে সাজিয়ে রাখা অচল মুদ্রাটা
নিশ্চুপ থেকেই কত কথা বলে যায়।
বর্তমান প্রজন্মের কাছে সে ইতিহাস বলে
তার সময়ের এবং তারও আগের সময়ের।
ফিসফিস নয় বেশ উচ্চবাচ্যেই সে এসব বলে।
হয়ত আমরা শুনি না, শোনার মন নেই তাই
শুধু কান নয় একটা সুন্দর মন দিয়েও এসব শুনতে হয়।
জাদুঘরে সাজিয়ে রাখা অচল মুদ্রাটা
নিশ্চুপ থেকেই কত কথা বলে যায়।
একদিন তার বিনিময়ে পাওয়া বধূর লাল বেনারসির গল্প
দোকানির বউয়ের সিঁথির সিঁদুরের কথা এই প্রজন্মকে শোনায়।
তার বিনিময়ে কৃষকের পাওয়া ---
মাঠ ভরা সোনালি ফসলের বীজের গল্প
হেমন্তে কৃষানির মুখের হাসির কথা
একটা প্রজন্মের রাশি রাশি সবুজ স্বপ্নের গল্প
এই যান্ত্রিক নাগরিক প্রজন্মকে শোনায়।
জাদুঘরে সাজিয়ে রাখা অচল মুদ্রাটা
নিশ্চুপ থেকেই কত কথা যায় বলে।
আধুনিক প্রজন্মের নিবিড় পরিচর্যায়
অচল মুদ্রাটা দিন দিন অমূল্য হয়ে উঠে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন