যশোরের চৌগাছায় মাকাপুর গাবতলায় রোববার ভোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি আন্দুলিয়া গ্রামের স্কুল পাড়ার গোলাম হোসেনের ছেলে।
চৌগাছা থানার অফিসার্স ইনচার্জ রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
পুলিশের গুলির মুখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরেসেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের লাশ পড়ে থাকতেদেখে পুলিশ। লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যাজেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১শ’ বোতল ফেনসিডিল, একটি পিস্তল, গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহজেলার বিভিন্ন থানায় ১০ টি মাদকের মামলা রয়েছে।
মন্তব্য করুন