শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গোপন বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও বর ও কনের পিতার কারাদন্ড

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরায় গোপনে অনুষ্ঠিত হতে যাওয়া দু’টি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ারুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদরের জগদল ও শত্রুজিতপুর গ্রামে উপস্থিত হয়ে এ দু’টি বাল্যবিয়ে বন্ধ করে দেয়। সদরের ঘোড়ানাচ গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মাহফুজুর রহমানের সাথে গোপনে জগদল গ্রামের হারেজ মোল্যার মেয়ের বিয়ে হচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করে। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে নিরোধ আইনে বর মাহফুজুর রহমানকে ১০ দিন ও কনের পিতা হারেজ মোল্যাকে ৫ দিনের কারাদ- প্রদান করে। অপরদিকে জগদল গ্রামের কাশেম মোল্যার ছেলে বিল্লাল হোসেনের সাথে পার্শ্ববতী শত্রুজিতপুর গ্রামের মজিবুর রহমানের কন্যা চুমকি খাতুনের সাথে বিয়ে হচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বর ও কন্যার পিতাকে ১০ দিনের কারাদ- এবং কাজী রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন