রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে একুশে টেলিভিশনের আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে একুশে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এ উপলক্ষে আজ সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ গানের অনুষ্ঠান ‘চায়ের সকাল’। ইসরাফিল শাহীনের প্রযোজনায় এবং মাসুম বিল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করবেন লুইপা এবং অপু। বিকাল ৩টায় প্রচার হবে চলচ্চিত্র ‘এইতো প্রেম’। শাকিব খান, বিন্দু অভিনীত চলচ্ছিত্রটি পরিচালনা করেছেন সোহেল আরমান। রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘শতবর্ষে বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ছিলো আন্দোলন ও সংগ্রামের। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন আদর্শ পিতা, পরিচিতজনদের কাছে ছিলেন বন্ধুসুলভ একজন মানুষ। সংস্কৃতিমনা বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও কর্মময় জীবন নিয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘শতবর্ষে বঙ্গবন্ধু’। ইসরাফিল শাহীন এবং বাবুল আক্তারের যৌথ প্রযোজনায় এবং সৌমিত্র শেখরের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকবেন সৈয়দ হাসান ইমাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং অনিমা রায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন