স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরায় এক স্কুলশিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা নগদ ২ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি আইপিএসসহ ২২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার বাঁকাল শেখ পাড়ার বাসিন্দা ও কলারোয়া পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুল মোমেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। শিক্ষক শেখ আব্দুল মোমেনের ছেলে সাইফুল ইসলাম প্রিন্স জানান, ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত রাত ৩টার দিকে তাদের দোতলা বাড়ির কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেঙে বাড়ির সবাইকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা আলমারিতে রক্ষিত নগদ দুই লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি আইপিএস লুট করে নিয়ে যায়। তারা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, খবর পেয়ে সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতিকুল হক ও তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন