শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ধর্ষণের মামলা হওয়ায় বৃদ্ধের আত্মহত্যা

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা

শ্রীনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে ষাট বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার দশ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সকালে ওই বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ৬ সন্তানের জনক মো: মোসলেম (৬৫) পার্শ্ববর্তী সাত বছরের এক দরিদ্র্র শিশুকে ফুঁসলিয়ে তার বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এসে মোসলেমকে আটক করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, জবানবন্দী রেকর্ড করার জন্য গতকাল মঙ্গলবার সকালেই ওই শিশুকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মামলা হওয়ার খবর শুনে আসামি মোসলেম গতকাল মঙ্গলবার সকালে বিষপান করেন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায়, মোসলেম মিয়ার স্ত্রী জীবিত। তাদের সংসারে ৫ মেয়ে ও ১ ছেলে রয়েছে। মেয়েদের মধ্যে ৪ জনকে বিয়ে দিয়েছেন। ছেলে প্রবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন