কুমিল্লার মুরাদনগর ও দাউদকান্দিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এ সময় দুই উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, মুরাদনগরে ৩১ বার তোপধ্বণি শেষে উপজেলা পরিষদে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুণ আল রশীদ, ইউএনও অভিষেক দাশ, এসিল্যান্ড সাইফুল ইসলাম কমল, এএসপি সার্কেল জাহাঙ্গীর আলম ও ওসি এ কে এম মনজুর আলম প্রমুখ।
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন, সহকারী কমিশনার ভূমি সেলিম শেখ, ওসি রফিকুল ইসলাম, আ.লীগ নেতা অ্যাড. লিল মিয়া চৌধুরী, প্যানেল মেয়র রকিব উদ্দিন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন