শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিধবাকে গণধর্ষণের অভিযোগে মাদক বিক্রেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বগেরহাট) উপজেলা সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিধবা (২২)-কে গণধর্ষণ করেছে ৪ যুবক। এ ঘটনায় মাদক বিক্রেতাসহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষিতা নারী বাদী হয়ে মঙ্গলবার রাত ১১টায় থানায় মামলা দায়ের করেছে। গতকাল বুধবার ধর্ষিতা ওই নারীকে চিকিৎসাসহ ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের শিকার বিধবা ওই নারী নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব আমরবুনিয়া গ্রামের বাসিন্দা। ধর্ষিতা ওই নারী জানায়, স্বামীর মৃত্যু হওয়ায় ৩ মাস পূর্ব থেকে তার সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয় পশুরবুনিয়া গ্রামের জালাল হাওলাদারের ছেলে মাদক বিক্রেতা জাকির হোসেন (৩৫) এর সাথে। প্রেমের সুবাদে গত সোমবার জাকির তাকে বিয়ে করার কথা বলে পশুরবুনিয়া গ্রামে আসতে বলে। বিধবা প্রেমিকা তার এক চাচাতো ভাইয়ের মেয়ে (১৭)-কে সাথে নিয়ে চলে আসে। রাত ৮টার দিকে জাকির তার অপর ৩ সহযোগীকে নিয়ে কেচি চালিতাবুনিয়া গ্রামের ফারুক হাওলাদারের বাগানে নিয়ে তার প্রেমিকাকে গণধর্ষণ করে। ওই সময় সাথে থাকা মেয়েটি পালিয়ে গিয়ে প্রথমে একটি পুকুরে নেমে ঝোপের আড়ালে পালায়। পরে সেখান থেকে উঠে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের কাছে সাহায্য চাইলে তারা এসে বিবস্ত্র ও গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরদিন গত মঙ্গলবার পুলিশ আমেরিকা প্রবাসী আবুল খায়ের হাওলাদারের বাড়ি থেকে ধর্ষিতা নারী ও তার ভাইয়ের মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সম্পর্কে থানর ওসি মো. রাশেদুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ২২ বছর বয়সী এক নারীকে ৪ যুবক গণধর্ষণ করেছে। ধর্ষিতাকে উদ্ধার করা হয়েছে। ধর্ষকদেরকে আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন