কয়রা (খুলনা) জেলা সংবাদদাতা
কয়রা উপজেলার হড্ডা, বানিয়াখালি ও ভাগবা গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা গেছে, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার নামে উপজেলার হড্ডা গ্রামের আশরাফ ঢালীর পুত্র মঞ্জুরুল ইসলাম ঢালী, সুবোধ সরদারের পুত্র মনিমোহন ধীরেন্দ্রনাথ বৈদ্যর পুত্র রমেশ চন্দ্র বৈদ্য এলাকার প্রায় ৩ শতাধিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেয়ার কথা বলে গ্রাহক প্রতি ৪ হাজার ৫শ’ টাকা হারে হাতিয়ে নিয়েছে। এরপরেও এই চক্রটি কিছুদিন পর গ্রাহকদের জানায়, সকলের নামে মিটার আনা হয়েছে এ জন্য আরো ১ হাজার ৫শ’ টাকা দাবি করেন। সমুদয় টাকা পরিশোধ না করা হলে কাউকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না বলে জানিয়ে দেয় প্রতারক চক্রটি। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎতের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। হড্ডা গ্রামের আফজাল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে পল্লী বিদ্যুতের খুলনা অফিস থেকে প্রাথমিক তদন্ত হয়েছে। সেখানে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের সত্যতা মিলেছে। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাবাসীকে জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কোন টাকা পয়সা লাগে না। কাউকে কোন টাকা না দেয়ার জন্য তাঁরা নির্দেশ প্রদান করেন। এদিকে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রটি অভিযোগকারীদের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকিধমকি দিচ্ছে। এলাকাবাসী এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন