শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অজ্ঞান পার্টির খপ্পরে পাথর ব্যবসায়ী

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক পাথর ব্যবসায়ী লাখ টাকা খুইয়েছে। পাথর ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার ভোজনপুর গ্রামে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সৈয়দপুর বাইপাস মহাসড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় শহরের ওয়াপদা মোড়ের পাশে পুলিশের ওই দলটি অজ্ঞান অবস্থায় পাথর বিক্রেতা আবু বক্করকে মহাসড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রটি জানায়, ঢাকা থেকে ব্যবসায়ী আবু বক্কর নাইট কোচ যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন। পাশের যাত্রী চক্রটির সদস্য রংপুরের তারাগঞ্জ পার হওয়ার পর খাবারের সাথে বিষাক্ত কোন দ্রব্য খাওয়ায়। এতে ওই ব্যবসায়ী অজ্ঞান হয়ে যায় এবং সৈয়দপুরের উক্ত স্থানে এসে কোচ থেকে নামিয়ে দিয়ে প্রতারক চক্রটি চম্পট দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন