শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলার পরিষদ কর্তৃক মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য চালু করা উপজেলা পরিষদ শিক্ষা বৃত্তির টাকা ও সনদপত্র গতকাল বুধবার দুপুরে বিতরণ করা হয়েছে। বৃৃত্তি প্রদান উপলক্ষে গতকাল বুধবার দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে সেনবাগ উপজেলার মাধ্যমিক শিক্ষ অফিসার মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমরান হোসেন সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে দুই শত মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীর হাতে মেধা বৃত্তির ৪ লাখ টাকা তুলে দেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃত্তির প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব,বালিয়াকান্দী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আলম মামুন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য গোলাম কবির, সেনবাগ মডেল প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ভিপি আবু নাছের দুলাল, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মমিন উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার, মাদসারা শিক্ষক সমিতির সভাপতি আমিরুজ্জামান, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান প্রমুখ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার দুইশত ছাত্র-ছাত্রীকে ওই বৃত্তি প্রদান করা হয়।এসময় তাদের বিদ্যালয়ের প্রধান,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন