শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দৌলতপুরে চোরের হামলায় ব্যবসায়ীসহ আহত ৫

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে চোরের হামলায় ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পরিষদ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা চুরিকে কেন্দ্র করে চোরেরা ব্যবসায়ীদের ওপর এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও হামলায় আহতরা জানিয়েছেন, উপজেলার পরিষদ বাজারে আবির কনফেনশনারীতে দৌলতপুর কলেজ মোড় এলাকার চিহ্নিত চোর ও মাদক ব্যবসায়ী রায়হান (৩০) ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে দৌড় দেয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সবুজ হোসেনসহ ৫-৬ জন বাজারের লোকজন চোর রায়হানকে ধাওয়া দিলে সে বাড়ি গিয়ে আশ্রয় নেয়। পরে তারা বাড়ির লোকজনকে বললে চিহ্নিত চোর ও মাদক বিক্রেতা রায়হানের নেতৃত্বে ১০-১২ জন সংঘবদ্ধ চোর ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে এলকাবাসী চোরদের হাত থেকে ব্যবসায়ীদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে তাদের চিকিৎসা দেয়। চোরদের হামলায় ব্যবসায়ী সবুজ (২৫) ও তার বড়ভাই রিপন (২৮), অপর ব্যবসায়ী নাজমুল (২৫) এবং নয়ন (২২) ও সৈকত (১৮) আহত হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল হয়েছে। তবে ব্যবসায়ীদের ওপর হামলাকারী কোন চোরকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, দৌলতপুরের চিহ্নিত চোর ও মাদক বিক্রেতা রায়হানের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করে না বলে উপজেলা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন