শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অবশেষে চাকরি হারালেন সেই বিতর্কিত প্রধান শিক্ষক

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : অবশেষে চাকরি হারালেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার হাজী আ: গনি মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্কিত সেই প্রধান শিক্ষক সন্তোষ কুমার কু-ু। গত ২৫ জুন ওই বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্য থেকে ৮টি ল্যাপটপ চুরি হয়ে যায়। এ ল্যাপটপ চুরির সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই প্রধান শিক্ষক চাকরিচ্যুত হন। অভিযোগ রয়েছে, এর আগে গত ২০০৪ সালে জেলার কাউখালী উপজেলার একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকরিকালীন নারী কেলেঙ্কারি ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত হন তিনি। হাজী আ: গনি মাধ্যমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি ও উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহ আলম ফরাজী এ প্রতিনিধিকে জানান, ল্যাপটপ চুরির ঘটনায় গত রোববার ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে স্থানীয় সরকার দলীয়দেরসহ প্রায় সহ¯্রাধিক লোকের উপস্থিতিতে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই ল্যাপটপ চুরি, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের নি¤œমানের গাইড বই ক্রয়ে বাধ্য করা, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে ৫ থেকে ৮ হাজার বা তারও বেশি টাকা আদায় ও তা আত্মসাৎ, অতিরিক্ত কোচিং ফি, ভুয়া নামে উপবৃত্তির টাকা উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় ওই প্রধান শিক্ষক চাকরি হারানোর ভয়ে উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করে জানান, স্থানীয়দের চাপের মুখে সেখানে চাকরিতে থাকা নিরাপদ মনে না করে স্বেচ্ছায় পদত্যাগ করি। অভিযোগ রয়েছে, গত বছর ওই প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দিলে ওই ছাত্রী তাতে রাজি না হওয়ায় তাকে জেএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেয়া হয়নি। এতে ওই ছাত্রী আত্মহত্যা করে। ঘটনাটি তখন বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে ফলাও করে ছাপা হয়। এ ছাড়াও বিভিন্ন সময় তিনি বিভিন্ন অনিয়মের সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের শিরোনাম হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন