শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ টি গরুর মৃত্যু, আহত আরও ৫ টি

ঝিনাইদহ জলো সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৪:১০ পিএম

ঝিনাইদহ কালীগঞ্জের অগ্নিকাণ্ডে এক কৃষকের ৪ টি গরু মারা গেছে। এ সময় ওই গোয়ালে থাকা আরও ৫ টি গরু আগুনে ঝলসে আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ পৌরএলাকার বাবরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ কৃষক ফারুক হোসেন ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গরুর মালিক বাবরা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি গরুর খাবার দিয়ে নিজের ঘরে যান। এরপর তারা পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৩ টার দিকে তার স্ত্রী নাজমা বেগম বাইরে বের হয়ে গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৪ টি গরু পুড়ে মারা যায়। আহত হয় আরও ৫ টি গরু।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, গোয়াল ঘরের মধ্যের জ্বলন্ত মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে তারা ধারনা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন