নগরীতে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে বিশ মেট্্িরক টন চাল বিতরণ করা হবে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমরা তাদের পাশে আছি। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল ও এক কেজি ডাল প্রাথমিকভাবে বিতরণ করা হবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো নগরীর আন্দরকিল্লায় ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটানো শেষে তিনি এ কথা বলেন। গত তিনদিনে এক লাখ ২৬ হাজার লিটার পানি ছিটিয়েছেন জানিয়ে তিনি বলেন, করোনার প্রকোপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন চট্টগ্রামে ৯৫৮জন হোম কোয়ারেনটাইনে আছেন,আইসোলেশনে কোনো রোগী নেই। এখনও কারো করোনা পাওয়া যায়নি। এই সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী,তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ চসিকের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন