আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের ৯ম শ্রেণীর ছাত্র ইয়ামিনের ওপরে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কাকাইল মোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কবি নজরুল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। জানা গেছে, গত ১১ জুলাই সন্ত্রাসী স্বপন, মঞ্জুর, রনি, আশিক, আনার, শরিফ ও বাবুলসহ বেশ কয়েকজন স্কুলের শ্রেণী কক্ষের ভিতরে প্রবেশ করে পূর্বশত্রুতার জের ধরে ৯ম শ্রেণীর ছাত্র ইয়ামিনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার ৬/৭টি দাঁত ভেঙ্গে যায়। বর্তমানে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে ইয়ামিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ইয়ামিনের বাবা বাদি হয়ে মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রসঙ্গত, স্কুলছাত্র ইয়ামিনের ওপর হামলার ফলে ১১ জুলাই দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন